Home আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বারে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় বুধবার রাত সোয়া ১১টার দিকে লস অ্যাঞ্জেলেস থেকে ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে থাউজ্যান্ড ওকস এলাকার বর্ডারলাইন বারে এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, গুলির ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীকে বারের ভেতরেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এছাড়া কী কারণে ওই বন্দুকধারী বারে গুলি চালিয়েছে সেটাও এখন পর্যন্ত উদঘাটন করা যায়নি।

হামলার সময় বারটিতে একটি কলেজের মিউজিক নাইট অনুষ্ঠান চলছিল এবং সেখানে অন্তত দুইশ’ জন উপস্থিত ছিল।