BdNews24

সব

মিতা হক ও জালাল হায়দারের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক ও ফটোসাংবাদিক জালাল উদ্দিন হায়দারের চিকিৎসাসহ আরও ছয়জনকে অনুদান হিসেবে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব অনুদানের চেক সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়। চিকিৎসার জন্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে ৩০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী। মিতা হকের পক্ষে তার মেয়ে ফারিন খান জয়িতা অনুদানের চেক গ্রহণ করেন।

এছাড়া জালাল উদ্দিন হায়দারের হাতে ২০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আরও ছয়জনের হাতে ভরণ-পোষণ ও চিকিৎসার জন্য মোট ৮৫ লাখ টাকা এবং একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

প্রসঙ্গত, মিতা হক দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। তিনি নিয়মিত ডায়ালাইসিস করাতেন। সম্প্রতি তিনি নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেন। মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। তার মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীত শিল্পী।

image-id-792491

শেষ শ্রদ্ধায় ভক্তদের কান্না আর ফুলেল শুভেচ্ছা

গিটারের জাদুকর ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর শেষ শ্রদ্ধায় হাজার...
image-id-792456

নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ জাগাতে জাতীয় সংগীতের সুরে শেষ করতেন কনসার্ট

উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার লাখো ভক্তকে কাঁদিয়ে...
image-id-792447

আইয়ুব বাচ্চুর জন্য কনসার্টে কাঁদলেন জেমস, কাঁদালেন বাংলাদেশকে

বাংলাদেশের সঙ্গীতজগতের অন্যতম দুই মহাতারকা আইয়ুব বাচ্চু ও জেমস। বৃহস্পতিবার...
image-id-792438

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে হানিফ সংকেত যা লিখলেন

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকাহত পুরো দেশ। শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ...
Powered by Bangladesh News24 - www.bdnews24us.com