BdNews24

সব

গভীর রাতে আমিরের কাছে দীপিকা

রাত তখন গভীর। এ গভীর রাতেই হুট করে আমির খানের বাসা থেকে বের হলেন বলিউডের সুন্দরী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাও আবার একা! সঙ্গে ছিলেন না বন্ধু কাম প্রেমিক রণবীর। যেহেতু রণবীর ছিলেন না তাই বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন এমনটাও নয়। তাহলে কী করছেন দুজনে? পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়ার পর এমন প্রশ্ননই উঠছে বলিউড পাড়ায়।

তাহলে কী নতুন ছবির মিটিং করতে গিয়েছিলেন? যদিও কিং খানের সঙ্গে সবার প্রথমেই জুটি বেঁধেছেন দীপিকা। শাহরুখের সঙ্গে দীপিকার ডেবিউ ফিল্ম ‘ওম শান্তি ওম’ রীতিমত সুপারহিট। এবার আমিরের সঙ্গেই কাজ করতে চলেছেন দীপিকা।

আমিরের সঙ্গে কিছুদিন আগেই দেখা করে গিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র ডুয়ো’ আলিয়া ভট্ট এবং অয়ন মুখোপাধ্যায়। এবার পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক সিদ্ধার্থ কাপুর এবং দীপিকাকে দেখা গেল আমিরের বাড়িতে।

আগামী ৮ নভেম্বর আমিরের ছবি ‘থাগস অব হিন্দোস্তান’ মুক্তি পাচ্ছে। মনে করা হচ্ছে, আমির ইতিমধ্যেই তার পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন। গুলশান কুমারের বায়োপিক নিয়েই কাজ শুরু করছেন আমির, বি টাউনে গুঞ্জন এমনটাই।

image-id-792491

শেষ শ্রদ্ধায় ভক্তদের কান্না আর ফুলেল শুভেচ্ছা

গিটারের জাদুকর ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর শেষ শ্রদ্ধায় হাজার...
image-id-792456

নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ জাগাতে জাতীয় সংগীতের সুরে শেষ করতেন কনসার্ট

উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার লাখো ভক্তকে কাঁদিয়ে...
image-id-792447

আইয়ুব বাচ্চুর জন্য কনসার্টে কাঁদলেন জেমস, কাঁদালেন বাংলাদেশকে

বাংলাদেশের সঙ্গীতজগতের অন্যতম দুই মহাতারকা আইয়ুব বাচ্চু ও জেমস। বৃহস্পতিবার...
image-id-792438

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে হানিফ সংকেত যা লিখলেন

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকাহত পুরো দেশ। শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ...
Powered by Bangladesh News24 - www.bdnews24us.com