Bangladesh News24

সব

ম্যাকগ্রাকে ছাড়িয়ে বিশ্ব সেরা অ্যান্ডারসন

এতদিন পেস বোলারদের মধ্যে টেস্টে উইকেট শিকারে বিশ্বে নাম্বার ওয়ান ছিলেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ান এ কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

সাম্প্রতিক সময়ে অসাধারণ খেলে যাচ্ছেন ইংলিশ পেস বোলার জেমস অ্যান্ডারসন। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২৪টি উইকেট শিকার করেছেন এই গতির দানব।

ভারতের বিপক্ষে গতির ঝড় তুলে দেয়া ইংলিশ এ পেসার ওভালে সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতে শিখর ধাওয়ান এবং চেতেশ্বর পুজারার উইকেট তুলে নিয়ে গ্লেন ম্যাকগ্রাকে স্পর্শ করেন।

মঙ্গলবার ইনিংসের একিবারে শেষ মুহূর্তে ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ সামিকে আউট করার মধ্য দিয়ে গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েন জেমস অ্যান্ডারসন।

ক্রিকেট ইতিহাসে পেস বোলারদের মধ্যে টেস্টে গ্লেন ম্যাকগ্রা শিকার করেছেন ৫৬৩ উইকেট। সাবেক এই অস্ট্রেলিয়ান তারকাকে ছাড়িয়ে টেস্টে নতুন ইতিহাস রচনা করেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

কিংবদন্তি ম্যাকগ্রা ১২৪ টেস্ট খেলে যে উইকেট শিকার করেছেন, তার চেয়ে এক উইকেট বেশি শিকার করতে অ্যান্ডারসন খেলেন ১৪৩ টেস্ট ম্যাচ।

ম্যাকগ্রা ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৭৬ ম্যাচ খেলে পেস বোলার হিসেবে সর্বোচ্চ ৯৪৯টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে তিন ফরম্যাটে ৩৫৫ ম্যাচ খেলা জেমস অ্যান্ডারসন শিকার করেন ৮৫১ উইকেট।

পাঠকের মতামত...
image-id-784696

হঠাৎ সৌম্য-ইমরুলকে ডাকার কারণ ব্যাখ্যা করলেন আকরাম খান

এশিয়া কাপের দলে ডাক পড়েছে দুই ওপেনার সৌম্য সরকার আর...
image-id-784687

সুপার ফোরে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

প্রত্যাবর্তনের ম্যাচ স্মরণীয় করলেন জাদেজা। মেহেদী হাসান মিরাজ ব্যাটসম্যান সত্ত্বাকে...
image-id-784653

পাকিস্তানকে আফগানিস্তানের লড়াকু টার্গেট

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেয়ে...
image-id-784650

এশিয়া কাপের দলে ডাকা হল সৌম্য, ইমরুলকে

ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে তামিম ইকবাল ছিটকে যাওয়ায়...
© Copyright Bangladesh News24 2008 - 2018
Email: info@bdnews24us.com / domainhosting24@gmail.com