Bangladesh News24

সব

বিশ্বের যেসব দেশে মৃতদেহকে বিয়ে করা বৈধ!

পৃথিবীর নানা প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলেছে অনেক বিস্ময়কর ঘটনা। এসব ঘটনার কোনটি সাড়া জাগানিয়া আবার কোনটি এমনি উদ্ভট যে বিশ্বাস করা কঠিন। জেনে অবাক হবেন, ১৯৫০ এর দশক থেকে ফ্রান্সে এমন একটি আইন আছে যা রীতিমতো অবাক করার মতো। মৃতদেহকে বিয়ে করা আইন। সাধারণত মৃতদেহকে বিয়ে করাকে নেক্রোগ্যামি বলা হয়, আর ফ্রান্সে এই বিয়ে আইনত বৈধ!

জানা যায়, একটি বাঁধ ভেঙে ৪০০ মানুষের মৃত্যুর পর এই প্রথার প্রচলন হয় শুরু হয়। এই ৪০০ জনের মধ্যে এক নারীর বাগদত্তা স্বামী ও ছিলেন। বিয়ের আগেই তার মৃত্যুতে কাতর সেই নারী ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট চার্লস ডে গলের কাছে অনুরোধ করেন যাতে তাদের বিয়ে সম্পন্ন করতে দেয়া হয়।

এই ঘটনার কয়েক মাস পরেই ফ্রান্সের পার্লামেন্ট মৃত্যু পরবর্তী বিয়ের বৈধতা প্রদান করেন। তবে শর্ত হচ্ছে তাদেরকে বাগদত্তা হতে হবে। মানে বিয়ে ঠিক হবার পরে যদি স্ত্রী বা স্বামীর কেউ মারা যায়, তবে এই বিয়ে সম্পন্ন করা যাবে। চীন ও সুদানেও এরকম প্রথা রয়েছে।

পাঠকের মতামত...
image-id-784788

গাধার বিয়ে!

পুরোহিত ডেকে, নতুন জামা-কাপড় পরে, সিঁদুর, আতপ চাল, মালা, মঙ্গলসূত্র,...
image-id-784551

সোনার খনি খুঁড়তে গিয়ে মিলল আরো দামি যে সম্পদ

কানাডার উত্তর-পশ্চিমে সোনার খনি। আর ইয়ুকুনের এই সোনার খনি নিয়েই...
image-id-784074

৫ আসনের গাড়িতে ১৮ জন!

পাঁচজন বহন করতে সক্ষম এমন একটি গাড়িতে ১৮ জন ভ্রমণ...
image-id-784017

বিচিত্র বিয়ে: বিয়ের পর সকাল হলে পাত্র ফিরে যায় নিজের বাড়ি!

আংটি বদল, বিয়ের অনুষ্ঠান- কোন কিছুই হয় না। শুধু তাই...
© Copyright Bangladesh News24 2008 - 2018
Email: info@bdnews24us.com / domainhosting24@gmail.com