সকল আন্তর্জাতিক ম্যাচ বন্ধ রাখা উচিত ‘আইপিএলের সময়’!

আইপিএল বনাম জাতীয় দলের খেলা নিয়ে ক্রিকেট বিশ্ব এখন দুইভাগ হয়ে গেছে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের একাংশ দাবি করছেন, আইপিএলে যাওয়া ক্রিকেটারদের জাতীয় দল থেকে বাদ দেওয়া হোক। আরেক পক্ষ বলছেন, আইপিএলের সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট রাখাই উচিত নয়। যেমন কেভিন পিটারসেন।
আগামী ২ জুন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। এবারের আইপিএলে ১৪ জন ইংলিশ ক্রিকেটার আছেন, যাদের অনেকেই বিভিন্ন ফরম্যাটে জাতীয় দলের সদস্য।
ফলে তাদের আইপিএল দল নক-আউট পর্বে উঠলে হয় সেই ম্যাচে তাদের খেলা হবে না অথবা জাতীয় দলের দায়িত্ব ছাড়তে হবে। দুইদিন আগেই মাইকেল ভন বলেছেন, দেশের খেলা ফেলে আইপিএলে গেলে তাকে দল থেকে বাদ দেওয়া উচিত।
এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তা অ্যাশলে জাইলস বলেছেন যে, ক্রিকেটারদের জাতীয় দলে ফেরার ব্যাপারে তারা কোনো জোর করবেন না।
সেই প্রেক্ষিতেই এবার কেভিন পিটারসেন টুইটারে লিখেছেন, ‘ক্রিকেট বোর্ডগুলিকে বুঝতে হবে, আইপিএল সবচেয়ে বড় শো। তাই এই প্রতিযোগিতা চলার সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ রাখা উচিত নয়। খুব খুব সহজ ব্যাপার।’ উল্লেখ্য, ক্রিকেটারদের অনেকে আইপিএলকে বিশ্বকাপের চেয়েও বড় করে দেখেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন