কানাডায় আজ উদ্বোধন হচ্ছে ‘বঙ্গবন্ধু সেন্টার’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার পঞ্চাশতম দিবসে কানাডায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু সেন্টার’। আজ স্থানীয় সময় রাত ৯টায় আনুষ্ঠানিক ভাবে এই সেন্টার উদ্বোধন করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এই গৌরবোজ্জ্বল ‘বঙ্গবন্ধু সেন্টারের’ প্রধান উদ্যোক্তা, বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ড. খলিলুর রহমান ইত্তেফাককে জানান, ‘আমার জানা মতে দেশ-বিদেশ মিলিয়ে এই প্রথম কানাডাতে বঙ্গবন্ধু সেন্টার উদ্বোধন হচ্ছে। কানাডাতে আসার তিন মাসের মধ্যে এই কাজটা করতে সক্ষম হয়েছি।’
এই সেন্টারটি হচ্ছে কানাডার মেনিটোভা ইউনিভার্সিটিতে। আজ ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিবেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষকবৃন্দ!
ড. খলিল আরও জানান, কানাডার আরও একটি শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ে অনুরূপ আরেকটি সেন্টারের কার্যক্রম চলছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন