বঙ্গবন্ধুকে নিয়ে শাকিব খান

১৭ মার্চ, বাঙালির প্রেরণা জাগানিয়া, চিরভাস্কর শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্ম নেন স্বাধীন বাংলাদেশের স্থপতি।
হাজার বছরের বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে ‘তার অমূল্য বাণীকে সংস্কৃতি অঙ্গনের মানুষেরা পাথেয় মনে করে’ বলে মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।
বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে শাকিব খান লেখেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশের স্থপতি। স্বাধীনতার মহান নায়ক। রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার চেয়ে তিনি সাংস্কৃতিক স্বাধীনতাকে গুরুত্বপূর্ণ মনে করতেন।
এই মহান নেতার অমর বাণীকে আমরা সংস্কৃতির মানুষেরা পাথেয় মনে করি। তাঁর আদর্শ, পরিকল্পনা, ন্যায়নীতি, জীবন, চিন্তা, কর্ম থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তবেই এই মহান নেতার স্বপ্ন সফল হবে বলে মনে করি।”
‘তাঁর ১০১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও শ্রদ্ধা’ উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন