ফেনীতে পানিতে ডু’বে শিশুর মৃ’ত্যু

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়াতে পানিতে ডু’বে আজিজুল হক (২) নামের এক শিশুর মৃ’ত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ইউনিয়নের চাঁদপুর গ্রামের ভুঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নি’হ’ত আজিজুল কাতার প্রবাসী নাজিমুল হকের ছেলে।
নি’হ’ত শিশুর স্বজন মাওলানা একরামুল হক জানান, দুপুরের দিকে খেলতে খেলতে সবার অজান্তে পুকুরে ডুবে যায় আজিজুল। বাড়িতে মেহমান থাকায় কেউ বিষয়টি টের পায়নি। একপর্যায়ে বাড়ির পুকুরে তার দে’হ ভে’সে উঠে।
তাৎক্ষণিক স্বজনরা তাকে উ’দ্ধা’র করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন বলে জানান তিনি। লেমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিম উদ্দিন পানিতে ডু’বে শিশু মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে জানানো হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন