১৯৭১ স্মরণে সারা বছর বিশেষ প্যাচ পড়বে ভারতীয় বিমানবাহিনী

বাংলাদেশের মু’ক্তি’যু’দ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় বিমানবাহিনী তার সদস্যদের ২০২১ সাল ব্যাপী একটি নতুন প্যাচ পরিধানের নির্দেশ দিয়েছে। ভারতীয় হাই কমিশন তার ফেসবুক পেজে এ তথ্য জানায়।
এ বিশেষ প্যাচের মাধ্যমে একাত্তরের মু’ক্তি’যু’দ্ধে অংশ নেওয়া বীর মু’ক্তি’যো’দ্ধা এবং ভারতীয় সেনাদের প্রতি শ্র’দ্ধা নিবেদন করা হবে।