‘সাকিব ভাই যদি আজ থাকতেন…’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক হারের ম্যাচে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান বড় ভূমিকা রাখতে পারতেন মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
স্বাগতিক অধিনায়ক বলেন, ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বড় টার্গেট দেয়া ম্যাচের পঞ্চম দিন সিনিয়র খেলোয়াড় হিসেবে সাকিবের বোলিং ও তার দিক নির্দেশনা অনেক বেশি মিস করেছেন। ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট জয়ের পেছনে পুরো অবদান অভিষেক ম্যাচ খেলতে নামা কাইল মেয়ার্সের।
অচেনা এই ব্যাটসম্যান ৩১০ বলে ২০ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারিতে অপরাজিত ২১০ রান করেন। সাকিব বিহীন বাংলাদেশের বোলিং লাইন-আপকে দক্ষতার সাথে সামাল দিয়েছেন মেয়ার্স। কিন্তু পিচের সুবিধা নিতে পারেনি বাংলাদেশের স্পিনাররা।
তাই সাকিবকে খুব বেশি মিস করেছে দল।মুমিনুল বলেন, ‘আজ যদি সাকিব ভাই থাকতেন, তাহলে তিনি পিচের সুবিধা ভালোভাবে কাজে লাগাতে পারতেন। যেহেতু তিনি দলের একজন সিনিয়র খেলোয়াড় তাই পরিস্থিতি সামাল দিতে পারতেন। আমি তাকে মিস করেছি বিশেষভাবে পঞ্চম দিনের বোলিংয়ে।’
কুঁচকির ইনজুরি থেকে সুস্থ হয়ে টেস্ট খেলতে নেমেছিলেন সাকিব। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান ও ৬ ওভার বল করেন। কিন্তু দ্বিতীয় দিন উরুর ইনজুরিতে পড়ায় টেস্টের বাকি অংশে আর মাঠে নামেননি। তৃতীয় দিন থেকেই মাঠের বাইরে ছিলেন সাকিব।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-বোলিং কিছুই করেননি। আগের দিন অপরাজিত থাকা ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান মেয়ার্স ও এনক্রুমার বোনার আজ দিনের প্রথম দুই সেশনে অনায়াসে কাটিয়ে দেন। চা-বিরতির সময় তিন স্পিনার মিরাজ-তাইজুল ও নাইমকে কিছু পরামর্শ দিতে দেখা গেছে সাকিবকে।
চা-বিরতির পর প্রথম ওভারেই বোনার-মেয়ার্সের জুটি ভাঙ্গেন তাইজুল। ৮৬ রানে থাকা বোনারকে ফিরিয়ে চতুর্থ উইকেটে ২১৬ রানের জুটির সমাপ্তি টানেন তাইজুল। এরপর জার্মেই ব্ল্যাকউডকে শিকার করেন নাইম।
কিন্তু ব্যাট হাতে অন্যপ্রান্তে অবিচল ছিলেন মেয়ার্স। শক্ত হাতে দলের রানের চাকা ঘুরিয়েছেন। অতীত রেকর্ডে দলের স্পিনারদের উপর ভরসা রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সাকিবের বোলিং দিক নির্দেশনা মিস করেছেন তিনি।
মুমিনুল বলেন, ‘এই প্রথম আমার অধিনায়কত্বে সাকিব ভাই কোনো টেস্ট খেলতে নেমেছিলেন। কিন্তু অতীতে সাকিব ভাইয়ের অনুপস্থিতি সত্ত্বেও তাইজুল, মিরাজরা ভালো করেছে। আমাদের দারুন বোলিং আক্রমণ রয়েছে।
যদি আমরা শক্ত লাইন-লেন্থে বোলিং করতে পারতাম তবে আমরা ভালো করতাম। তারা সত্যিই ভালো বোলার এবং বাংলাদেশের হয়ে ম্যাচ জিতিয়েছে। কিন্তু দুভার্গ্যজনকভাবে আজ আমরা সঠিক লাইন-লেন্থে বল করতে পারিনি এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারিনি।’