বাসস্ট্যান্ডে যাত্রীদের ওপর উ’ঠে গেল বাস

Feb 2, 2021 / 11:33pm
বাসস্ট্যান্ডে যাত্রীদের ওপর উ’ঠে গেল বাস

ঢাকার ধামরাইয়ে একটি বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের উঠার সিঁড়ির কাছে বাসের জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিলেন কয়েকজন যাত্রী। এ সময় আরিচাগামী রবিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হা’রি’য়ে অপেক্ষমান যাত্রীদের ওপর উ’ঠিয়ে দেয়।

এ সময় ঘটনাস্থলেই নি’হ’ত হন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া গ্রামের আবদুর রশিদের স্ত্রী জাহানারা বেগম (৫৫)। আ’হ’ত হন তার পুত্রবধূ মরিয়ম বেগম (২০), নাতি আবু বক্কর (২) ও ধামরাইয়ের বালিথা গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে আবদুর রহিম (৫০)।

আ’হ’ত’দের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম বেগম মা’রা যান। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার প’ঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে আজ সন্ধ্যা ৬টার দিকে।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ঘা’ত’ক বাসটি জ’ব্দ করা হলেও চালক পা’লি’য়ে গেছে। তিনি জানান, ধামরাইয়ের কেষ্টি গ্রাম থেকে ছেলের শ্বশুরবাড়ি থেকে জাহানারা বেগম তার পুত্রবধূ ও নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন।