Feb 11, 2019 / 06:45pm

এইমাত্র পাওয়া মালয়েশিয়ার KLCC- তে ঘুরতে এসে গ্রেফতার ৯২ বাংলাদেশী!

এক সপ্তাহ ছুটিতে মালয়েশিয়ার দর্শনীয় স্থান পেট্রোনাস টাওয়ার (কেএলসিসি) ও বুকিতবিংতানে ঘুরতে এসে গ্রেফতার হলেন ৬৮ জন বাংলাদেশিসহ ১২৩ জন। ৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে ১৩৬ ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৫৩৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশের ৬৮, ইন্দোনেশিয়ার ৩৬, মায়ানমারের ৭, নেপালের ৯ বাকিরা পাকিস্তান, ইয়ামেনি ও ইন্ডিয়ার।

এছাড়া মঙ্গলবারের অভিযানে পেনাং সেন্ট্রাল থেকে সর্বমোট ৯৭৬ জনকে আটক করে অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ২৪ জন বাংলাদেশি, মায়ানমারের ২৪ জন পুরুষ ও ৩ জন নারী, ভিয়েতনামের ৩ জন নারী ও ১ জন পুরুষ, ইন্দোনেশিয়ার ৫ নারী ও ৫ জন পুরুষ, নেপালের ৪ জন ও ইন্ডিয়ার ১ জন সহ সর্বমোট ৭০ জনকে গ্রেফতার করে পেনাং ইমিগ্রেশন বিভাগ।

গ্রেপ্তারকৃত ৭০ জনের কাছে মালয়েশিয়ার বৈধ কোন কাগজপত্র না থাকায় গ্রেফতার করা হয় বলে জানান অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার সবথেকে দীর্ঘতম ছুটি উপভোগ করে চাইনিজ নিউইয়ারে বিভিন্ন দেশের অভিবাসীরা। আর সেই ছুটি উপভোগ করতে যেয়ে এক দিনেই গ্রেপ্তার হলেন ৯২ জন বাংলাদেশি সহ ১৯৩ জন।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খাইরুল দজায়ী দাউদ সাংবাদিকদের বলেন, অবৈধ অভিবাসীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত থাকবে। শুধু অবৈধ অভিবাসী নয় বরং তাদের নিয়োগ দাতাদেরও গ্রেফতার করা হবে।

কমেছে ওমানি রিয়াল রেট

817740

একলাফে বেড়ে গেলো সৌদি রিয়াল রেট

817737

কলসি ভর্তি সোনার আশায় শেষ ২০ লাখ টাকা

ধর্ম ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য না করার জন্য অনুরোধ করা হলো।