Feb 11, 2019 / 02:22pm

দুধ দইয়ে সীসা, জড়িতদের বিরুদ্ধে কেন সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল

দুধ ও দইয়ে সীসা পাওয়া যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রথম আলো, কালের কন্ঠ, ডেইলিস্টার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সোমবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, খাদ্য সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া ঢাকাসহ সারা দেশে দুধ ও দই প্রক্রিয়াজাতকরণ স্থানে ভেজাল মেশানোর ঘটনা তদন্ত করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেইসঙ্গে ভেজাল মেশানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছে প্রতিবেদনে।

কমেছে ওমানি রিয়াল রেট

817740

একলাফে বেড়ে গেলো সৌদি রিয়াল রেট

817737

কলসি ভর্তি সোনার আশায় শেষ ২০ লাখ টাকা

ধর্ম ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য না করার জন্য অনুরোধ করা হলো।