সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৯

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের বোলিং তাণ্ডবে ৪৩ দশমিক ৪ ওভারে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও ধুঁকে ধুঁকে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ৪১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা।
খেলার পঞ্চম ওভারে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজ। ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফেরান মাত্র ৬ রানে। এরপর ক্রিজে আসেন জশুয়া ডি সিলভা। জর্ন ওটলির সঙ্গে জুটি বেঁধে খুব একটা সুবিধা করতে পারেননি।
১৩তম ওভারে এসে মেহেদি হাসান মিরাজের বলে কাটা পড়েন ওটলি। এরপর ডি সিলভাকে বোল্ড করেন মিরাজ। তার ব্যাট থেকে আসে ৫ রান। পরের ওভারেই অ্যান্ড্রি ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। এরপর কাইল মায়ার্সও টিকতে পারেননি। ফিরে গেছেন রান আউটের শিকার হয়ে।
টাইগারদের বোলিং তোপে শক্ত কোন জুটি গড়ে তুলতে পারেনি সফরকারীরা। উইন্ডিজদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন পাওয়েল। বাংলাদেশের হয়ে মেহেদী মিরাজ নেন ২৫ রানে ৪ উইকেট। এছাড়া সাকিব ও মুস্তাফিজ নেন ২টি করে উইকেট। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০’তে এগিয়ে আছে বাংলাদেশ।