করোনা পজিটিভ হলেন এমপি মাদানী

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী করোনায় পজিটিভ হয়েছে।তার সুস্থতার জন্য বিভিন্ন সংগঠন দোয়ার আয়োজন করেছে।
এমপির একান্ত সহকারী সোহেল রানা জানান, এমপি সাহেব গত কয়েক দিন যাবত শারীরিকভাবে দুর্লভ অনুভব করেন।বুধবার করোনা টেস্টের জন্য জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারে নমুনা পাঠালে রিপোর্ট পজিটিভ আসে।
করোনা মহামারিতে এমপি রুহুল আমীন মাদানী অসহায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। লোকলজ্জার ভয়ে যারা করোনা মহামারিতে খাদ্যসামগ্রী নিতে অপরাগতা প্রকাশ করেন তাদের জন্য খোলা হয় এমপি মাদানীর পক্ষ থেকে হটলাইন।
বর্তমানে এমপি মাদানী তার নিজ বাস ভবনে কোয়ারেন্টিনে আছেন।এমপি মাদানীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে তার ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ সবার কাছে দোয়া চেয়েছেন।