সাহায্য চাইলেও হাসপাতালের কেউ এগিয়ে আসেনি, সিঁড়িতেই সন্তান প্রসব!

পটুয়াখালী বাউফলে উপজে’লা স্বা’স্থ্য কমপ্লেক্সের সিঁড়িতেই ন’বজাতকের জন্ম দিলেন লাকি আক্তার (২৮) নামে এক মা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে বাউফলের উপজে’লা স্বা’স্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। লাকি আক্তার উপজে’লার সুলতানাবাদ গ্রামের বাসিন্দা মো. জোবায়ের আম্মেদের স্ত্রী।
রো’গীর স্বজন রোকেয়া বেগম বলেন, ‘বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে বাড়িতে লাকির প্রসব বে’দনা শুরু হয়। রাত দেড়টার দিকে তাকে ৫০ শয্যা উপজে’লা স্বা’স্থ্য ক’মপ্লেক্সের জ’রুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তখন ক’র্তব্যরত
স্টাফদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। ওই সময় সিঁড়ি দিয়ে হাসপাতালের লেবার রুমে নেওয়ার পথে সিঁড়ির ও’পরেই একটি পুত্রস’ন্তান জন্ম দেন লাকি আক্তার।
জরুরি বিভাগের ডা. আসিফুল ইসলাম জানান, রেজিস্ট্রি খাতায় নাম এন্ট্রি করার আগেই ওই প্রসূতি সিঁড়ির ও’পরেই স’ন্তান প্রসব করেন।