উগান্ডার নির্বাচনে কা’র’চু’পির অভি’যো’গ

Jan 15, 2021 / 11:14pm
উগান্ডার নির্বাচনে কা’র’চু’পির অভি’যো’গ

উগান্ডার সাধারণ নির্বাচনে ব্যা’পক কা’র’চু’পি এবং স’হিং’স’তার অ’ভি’যো’গ তুলেছেন প্রেসিডেন্ট পদ প্রার্থী ববি ওয়াইন। এবার উগান্ডার নির্বাচনে ৩৩ বছর ধরে ক্ষ’ম’তা আঁ’ক’ড়ে থাকা প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেভেনির প্রতি’দ্ব’ন্দ্বি’তা করছেন রে’গে শিল্পী ববি।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার বরাতে জানা যায়, আফ্রিকার এই দেশে এবার এক কোটি ৮০ লাখের বে’শি ভোটার এবার ভোট দিয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) নাগাদ ভোটের ফলাফল জানা যাবে।

গ্রাম ও শহরের সু’বি’ধা’ব’ঞ্চি’ত এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন ববি। অন্যদিকে, ইয়োবেরি মুসেভেনি ছয়বারের মতো নির্বাচন করছেন। অ’ভি’যো’গ উ’ঠেছে, নির্বাচনে ববি ওয়াইনকে স’রিয়ে দেওয়ার চে’ষ্টা’ করেও ব্য’র্থ হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। হা’ম’লা-মা’ম’লা মো’কা’বি’লা করে বৃহস্পতিবার নির্বাচনে অংশ নিয়েছেন ববি ওয়াইন।

শুক্রবার (১৫ জানুয়ারি) এক টুইটার বার্তায় তিনি এ অভি’যো’গ জা’নালেও নির্বাচনে জয়ের ব্যাপারে আশা’বা’দ প্রকাশ করেছেন।

এদিকে, প্রেসিডেন্ট পদে ১১ জন প্র’তি’দ্ব’ন্দ্বি’তা করছেন। তার মধ্যে ক্ষ’ম’তা’সীন প্রেসিডেন্ট ইওবেরি মুসাভেনিকে জনপ্রিয়তার মাত্রায় চ্যালেঞ্জ করছেন ববি ওয়াইন। ক্ষ’ম’তা’সীন প্রেসিডেন্টের বি’রু’দ্ধে ইন্টারনেট ব্ল্যা’ক’আ’উ’ট রে’খে ভোট আয়োজন, কা’র’চু’পি এবং স’হিং’স’তা’র অভি’যো’গ উ’ঠলেও দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের স্বচ্ছতার ব্যাপার নিয়ে ই’তি’বা’চক বক্তব্য দিয়েছেন ববি।

পাশাপাশি, যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষকরা জানিয়েছেন – নির্বাচনে প্রেসিডেন্ট ক্ষ’ম’তা’র অপ’ব্য’ব’হার করছেন, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল নি’র’পে’ক্ষ রাখা ক’ঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তারা।