এই টিপস গুলো মেনে চলুন টাকা সঞ্চয়ের জন্য

টাকা আমাদের পরম বন্ধু। নিজের আয় যতই হোক না কেন তা থেকে প্রতিমাসে কিছু সঞ্চয় করার চেষ্টা করুন। এতে করে বছর শেষে দেখবেন বেশ মোটা অংকের টাকা আপনার জমে গিয়েছে। প্রতিদিন বাসার কয়েকটা জায়গায় অল্প অল্প করে টাকা জমান। সম্ভব না হলে দু এক জায়গায় টাকা জমানোর চেষ্টা করুন।
গাড়ির ভিতর:
যখন বাইরে বের হবেন গাড়ির ভিতরে কিছু জায়গা থাকে ওইখানে অল্প করে প্রতিদিন কিছু টাকা রেখে দিন যা প্রয়োজনের সময় কাজে আসবে।
টাকার পাত্র:
একটি কাঁচের জার তৈরি করুন। যার মধ্যে আপনার টাকা রাখুন। সেখান থেকে প্রয়োজন মত টাকা বের করে নিন। এতে করে আপনি নিজে চোখেই দেখতে পাবেন কত টাকা থাকল আর খরচ হলো।
কফি খাওয়া বাদ দিন:
আপনি কল্পনাও করতে পারবেন না কফির পিছনে মাসে কত টাকা যায়। কফি খাওয়া কমান দেখবেন আপনার অনেক টাকা সাশ্রয় হচ্ছে।
স্বপ্নের ছবি:
আপনার যা যা স্বপ্ন আছে বা যেখানে যাওয়ার ইচ্ছা আছে সেসব ছবি আপনার ঘরে টাঙ্গিয়ে রাখুন। এর জন্য হলেও আপনি সঞ্চয় করবেন।
সঞ্চয়:
দীর্ঘদিন ধরে যে কার লোন পরিশোধ করছিলেন তা শেষ হলেও কিছু টাকা সঞ্চয় করুন প্রতি মাসে। এতে করে বছর শেষে বেশ কিছু টাকা জমে যাবে।
সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন