কু’কুরের কানে ট্রাম্পের প্রতিচ্ছবি!

Jan 4, 2021 / 11:30pm
কু’কুরের কানে ট্রাম্পের প্রতিচ্ছবি!

পোষা কু’কুরের কানের অভ্যন্তরের একটি অংশ মিলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখম’ণ্ডলের সঙ্গে! ছবিটি নিয়ে তো’ল’পাড় শু’রু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সামাজিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান রেডিটে ছবিটি পোস্ট করেছেন একজন ব্যবহারকারী। এই ছবিটি দেখে একজন রেডিটে একজন মন্তব্যকারী লিখেছেন, এটি দেখে আমার আ’ত’ঙ্কি’ত হওয়া উ’চিত – আ’ত’ঙ্কি’ত হতে শুরু করেছি। আরেকজন ব্যবহারকারী কু’কুরের কানের ভেতর ট্রাম্পের প্রতিচ্ছবি দেখা দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন এটি আসলে আশ্চর্যজনক নয়, কুকুরের কানের অ্যান্টিহেলিক্যাল ভাঁজের কারণে এটিকে ট্রাম্পের মতো দেখাচ্ছে।

এর আগেও ২০১৭ সালে যুক্তরাজ্যে চিফ নামে একটি কুকুরের কানে ট্রাম্পের প্রতিচ্ছবি দেখা গিয়েছিলো। চিফের কানে এক ধরনের ইনফেকশন ঘটায় দুশ্চিন্তায় ছিলেন তার মালিক যুক্তরাজ্য নিবাসী জেড রবিনসন। তাই ইনফেকশন সম্পর্কে বিস্তারিত জানতে কু’কুরের কানের ছবি তুলে পাঠালেন প্রাণী চিকিৎসকের কাছে। তখন তার এক বন্ধু জানায় ট্রাম্পের মুখমণ্ডলের সাথে ছবিটার মি’ল রয়েছে।