ট্রাম্পের ফাঁ’স হওয়া ফোনালাপ: যা বললেন সেই নির্বাচনী কর্মকর্তা

Jan 4, 2021 / 11:23pm
ট্রাম্পের ফাঁ’স হওয়া ফোনালাপ: যা বললেন সেই নির্বাচনী কর্মকর্তা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় জয় পাওয়া নিয়ে মি’থ্যা দা’বি করছেন । তার দা’বি স্প’ষ্ট’ভাবে ভু’ল। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন জর্জিয়ার শীর্ষ নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড রাফেনসপারজার।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গতকাল রোববার একটি ফোনালাপ প্রকাশ করেছে। সেখানে জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারের সঙ্গে কথা বলতে শোনা যায় ট্রাম্পকে। ২ জানুয়ারি হওয়া এই ফোনালাপে নিজের জয়ের জন্য প্রয়োজনীয় ভোট ‘খুঁজতে’ রাফেনসপারজারকে নির্দেশ দেন ট্রাম্প।

ফোনালাপে শোনা যায়, ট্রাম্প বলছিলেন, ‘আমি শুধু চা’ইছি ১১ হাজার ৭৮০ ভোট খুঁ’জে বে’র করতে।’

বিদায়বেলায় নির্বাচনের ফল পা’ল্টা’তে এমন চা’প দেওয়ার পর বিশ্বজুড়ে সমা’লো’চি’ত হয়ছেন ট্রাম্প। কেউ কেউ দা’বি করেছেন যে ট্রাম্প অ’বৈ’ধ’ভাবে প্র’ভাব খা’টা’তে চা’ইছেন।