সৌদি বাদশার উপহার পেলেন ৫০০ জন

সৌদি বাদশার পৃষ্ঠপোষকতায় বাদশা সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে পাঁচশ দুস্থের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের জমিরিয়া সুলতান উলুম মাদ্রাসা মাঠে ওই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সৌদি বাদশার স্বাস্থ্য উপদেষ্টা ডা. তোহা বিন ওমর বিন সাদিক আল খতিব। পুরো ত্রাণ বিতরণ অনুষ্ঠানটি সমন্বয় করেন জমিরিয়া সুলতান উলুম মাদ্রাসার খতিব হাফেজ মতিউর রহমান।
করোনাভাইরাসের মহামারীর কারণে কর্মহীন দুস্থ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যের প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, সাত কেজি ডাল, তিন কেজি চিনি, দুই কেজি লবন ও দুই লিটার সয়াবিন তেল।
এসময় আরো উপস্থিত ছিলেন দাতা সংগঠনের প্রকল্প সংগঠক ওমর মাহদি হামদি, সিনিয়র কর্মকর্তা আব্দুল্লা খালেদ আল হোসাইমিন, জনসংযোগ কর্মকর্তা শেখ আলী সালেহ সাইদ বুজির, মানাহিন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন, প্রধান কার্যনির্বাহী ফরিদ উদ্দিন, প্রকল্প পরিচালক মইন উদ্দিন।