ধ’মক দেওয়ায় রাস্তা অব’রোধ করল গরু!

Dec 10, 2020 / 12:13pm
ধ’মক দেওয়ায় রাস্তা অব’রোধ করল গরু!

মৌলভীবাজারের কুলাউড়া উপজে’লার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজারে আসা গরুকে পি’টুনি দেওয়ায় রা’গে আধাঘণ্টা রাস্তা অ’বরোধ করে রাখল গরুটি।জানা গেছে, সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে রাঙ্গিছড়া বাজারের একটি

দোকানের রাস্তায় দাঁড়িয়েছিল গরুটি। ফলে পথচারী ও গাড়ি যাতায়াতে সাময়িক স’মস্যার সৃষ্টি হয়। গরুটির মালিক রাঙ্গিছড়া চা বাগান এলাকার বাসিন্দা দীপক রাজভর।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গরুটি হঠাৎ করেই বাজারে এসে হাঁকডাক শুরু করে। কেউ ধ’মক দিয়ে তা’ড়িয়ে দিলে গরুটি রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। এ সময় বাজারের লো’কজন ধ’মকা-ধ’মকি করেও তাকে রাস্তা থেকে স’রাতে পা’রেননি।

স্থানীয়রা বলেন, গরুটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকায় একজন সেটিকে ধ’মক দেন এবং হালকা পি’টুনি দিয়ে তা’ড়িয়ে

দেওয়ার চে’ষ্টা করেন। এরপরই ক্ষো’ভে প্রায় আধাঘণ্টা রাস্তা অ’বরোধ করে দাঁড়িয়ে থাকে গরুটি। এ সময় ওই স্থানে যান ও মা’নুষের চলাচল প্রায় ব’ন্ধ হয়ে যায়। পরে গরুটির মালিককে খবর দিলে তিনি এসে বাড়িতে নিয়ে যান।