ক’রো’না : দু’র্ভো’গে প্রমোদতরীর ১৭০০ যাত্রী

সিঙ্গাপুরে একটি প্রমোদতরীতে একজন ক’রো’না রো’গী শ’না’ক্ত হওয়ায় প্রায় ১৭০০ যাত্রীবাহী জাহাজটিকে ফিরে যেতে বা’ধ্য করা হয়েছে। এবং এর যাত্রীদের কেবিনে থাকার জন্য বলা হয়েছে।
‘কোয়ান্টাম অফ দ্য সি’ নামের ওই রয়্যাল ক্যারিবিয়ান জাহাজটি সোমবার সিঙ্গাপুর থেকে ছেড়ে যায়। কিন্তু বুধবার এতে ৮৩ বছর বয়সী একজন পুরুষের দে’হে ক’রো’না’ভা’ই’রা’স শ’না’ক্ত হওয়ার পর প্রমোদতরীকে ফিরে যেতে বা’ধ্য করা হয় বন্দরে। সেখানে যাত্রীদের যার যার কেবিনে অবস্থান করতে বলা হয়।
সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড (এসটিবি) জানায়, সোমবার জাহাজটি বন্দর ত্যা’গে’র তিন দিন আগে কর্তৃপক্ষ বা’ধ্য’তা’মূ’ল’ক’ভা’বে সব যাত্রীর কো’ভি’ড-১৯ প’রীক্ষা ক’রানো হ’য়। কিন্তু ৮৩ বছর বয়সী একজন পুরুষ যাত্রী ডা’য়’রি’য়াসহ আরো কিছু উ’প’স’র্গ নিয়ে প্রমোদতরীর মেডিকেল সেন্টারে যান। পরে তার ক’রো’না শ’না’ক্ত হয় বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। জাহাজটি বন্দরে ভেড়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়।
এরপর থেকেই ওই জাহাজের সকল যাত্রীকে কেবিনে অবস্থান করার জন্য নি’র্দেশ দেয়া হয়েছে এবং যাত্রীদের বন্দর ত্যা’গ করার আগে আবারো কো’ভি’ড-১৯ পরীক্ষা ক’রানো হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড।
সূত্র : রয়টার্স