জাহিদ হাসান তরবারি নিয়ে বিপাকে

প্রকাশিত: ডিসে ৯, ২০২০ / ০৬:৫৯অপরাহ্ণ
জাহিদ হাসান তরবারি নিয়ে বিপাকে

আপাদমস্তক সৎ লোক মামুন। এ সততার পুরস্কার হিসেবে কলেজ জীবনে তিনি পেয়েছিলেন একটি রেপ্লিকা তরবারি। যেটা এখন তার ড্রইংরুমে শোভা পাচ্ছে।

স্ত্রী মৌমিতা গর্ব করে তার স্বামীর এই সততাকে। রোজ তিনি একবার হলেও পরিষ্কার করেন তার স্বামীর এই তরবারি; কিন্তু এই সততার পুরস্কার যেন কাল হয়ে দাঁড়িয়েছে মামুনের জীবনে।

অন্যায়ের কাছে কিছুতেই তিনি মাথানত করেন না। যেখানে অন্যায় দেখেন সেখানেই প্রতিবাদ করেন। এজন্য তাকে মাঝে মধ্যেই দিতে হয় বড় ধরনের খেসারত।

সর্বশেষ খেসারত হিসেবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তার চাকরিটাও চলে যায়। তিনি এখন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সৎভাবে বেঁচে থাকার জন্য। এরই মধ্যে একদিন শহরে মৃত্যু হয় একজন স্বঘোষিত ধর্ষকের। যেদিন ধর্ষকের মৃত্যু হয় তার পরদিন স্ত্রী মৌ তরবারি পরিষ্কার করতে গিয়ে দেখেন যে তরবারিতে রক্ত লেগে আছে।

মৌ প্রথম দিন বিষয়টি বুঝতে পারেন না। পরপর কয়েকটি খুনের ঘটনা এবং তার পরদিন তরবারিতে রক্তের দাগ থেকে মৌ ধরেই নেন যে এটা তার স্বামীরই কাজ। মৌ পুলিশে খবর দেন। পুলিশ এসে মামুনকে ধরে নিয়ে যায়।

মামুন থানা হাজতে যাওয়ার রাতেই খুন হন তাকে চাকরি থেকে বরখাস্ত করা অসৎ ঘুষখোর কর্মকর্তা।

এর পরদিন মৌ অভ্যাসবশত তরবারি পরিষ্কার করতে গিয়ে তরবারিতে আবারও দেখতে পান রক্তের দাগ। মৌয়ের সামনে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়। এভাবেই এগিয়ে যায় ‘সৎ লোকের তরবারি’ নাটকটির গল্প।

শৌর্য দীপ্ত সূর্যের রচনা এবং পরিচালনায়

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন