প্রকাশ্যে ছাত্রীকে থাপ্পড় দেয়ায় সাবেক শিক্ষককে পুলিশে দিল এলাকাবাসী

Dec 9, 2020 / 06:56pm
প্রকাশ্যে ছাত্রীকে থাপ্পড় দেয়ায় সাবেক শিক্ষককে পুলিশে দিল এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে থাপ্পড় ও উত্ত্যক্ত করার সময় মো. মাসুদ মিয়া নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। আজ বুধবার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকার ফুলতলি নামকস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বখাটে মাসুদ মিয়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের মো. কাদির মিয়ার ছেলে। ওই স্কুলছাত্রীকে সে প্রাইভেট পড়াতো। এখন সে প্রাইভেট পড়ছে না বলে প্রায়ই তাকে উত্ত্যক্ত করা হতো। তাদের বাড়ি পাশাপাশি। মাসুদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে সে তার খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলার সময় বখাটে মাসুদ এগিয়ে আসে। এক পর্যায়ে সে স্কুলছাত্রীকে থাপ্পড় মারে।

স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন মাসুদকে আটক করে। বিষয়টি স্কুলছাত্রীর বাবাকে জানানো হলে তিনি ৯৯৯ এ ফোন করেন। পরে বিজয়নগর থানা পুলিশ এসে মাসুদকে আটক করে থানায় নিয়ে যায়।

ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল জানান, পাশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি আমাকে জানালে আমি পুলিশকে জানাই। মেয়েটির সঙ্গে প্রকাশ্যে যা করা হয়েছে সেটির বিচার চাই। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকেও সবার খেয়াল রাখতে হবে।

বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বখাটে মাসুদকে আটক করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বখাটেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।