কমবয়সী শিপনের সাথে ৪০ বছর বয়সী নায়িকা পপির প্রেম!

Dec 9, 2020 / 02:20pm
কমবয়সী শিপনের সাথে ৪০ বছর বয়সী নায়িকা পপির প্রেম!

সদ্যই ৪০ বছরে পা রেখেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রের নায়ক শিপন মিত্রর বয়স ৩৩ বছর। বয়সে ছোট সেই নায়কের সঙ্গেই গড়ে উঠেছে নায়িকা পপির অসম প্রে’ম!তবে বাস্তবে নয়, ছবির পর্দায় এই ‘অসম প্রে’ম’ নিয়ে হাজির হচ্ছেন এই দুই তারকা।

গত ১৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল সাদিকা পারভীন পপি ও শিপন মিত্রের চলচ্চিত্র ‘ভালোবাসার প্রজা’পতি’র কাজ। টানা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে এর শুটিং। আর তাতেই ছবির কাজ প্রায় শেষ।পপির দুদিন আর শিপনের কিছু প্যাচওয়ার্ক

করলেই চূড়ান্তভাবে ইতি টানা হবে এর। বিষয়টি জানালেন ছবির নায়ক শিপন মিত্র। বললেন, ‘আমা’র শুটিং একেবারেই শেষ। আর পপি আপুর শেষ দিকে।

আম’রা টানা ১২ দিন কাজ করেছি। এখন শুটিংটি বিশ্লেষণ করে দেখছে টিম। সম্ভবত পপি আপুর কিছু দৃশ্য ও আমা’র প্যাচওয়ার্ক করতে হতে পারে।’ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এটি যৌথভাবে পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। প্রথমে এর নাম ‘লকডাউন’ হওয়ার কথা থাকলেও পরে তা রাখা হয় ‘ভালোবাসার প্রজা’পতি’।

ছবিটি নিয়ে পপি বলেন, ‘ছবিটি আমা’র কাছে উপহারের মতো মনে হয়েছে। গল্পটি অসাধারণ। এতে আমি অ’ভিনয়

করছি একজন চিকিৎসকের চরিত্রে।’ছবিতে অসম প্রে’ম থাকবে। তবে সেটা শেষ অবধি না দেখলে বোঝা যাবে না বলে মনে করেন শিপন।তিনি বললেন, ‘আমা’র ও পপির বয়সের পার্থক্য আছে। ছবির গল্পটিও এমন। তবে এখানে নোংরা কোনও স’ম্পর্ক নয়, একটি জার্নি দেখানো হবে।’জানা যায়, ছবিটি প্রেক্ষাগৃহের পাশাপাশি টেলিভিশনেও মুক্তি পাবে।