আর্জেন্টিনা দলের সেই জনপ্রিয় ব্যাক্তি চলে গেলেন না ফেরার দেশে

না ফে;রার দেশে পাড়ি জমালেন ২০১১ সালে বাংলাদেশে খেলতে আসা আর্জেন্টিনা দলের কোচ আলেসান্দ্রো সাবেলা। মঙ্গলবার রাতে তার মৃ;ত্যু হয় বলে খবর প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। কিংবদন্তি এই ফুটবলারের বয়স হয়েছিল ৬৬ বছর।
নভেম্বরে কার্ডিয়াক অ্যারেস্টে মা;রা যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার মৃ;ত্যুর দিন অসু;স্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাবেলা। তিনি হার্ট, কিডনি ও শ্বা;স প্র;শ্বাসের সমস্যায় ভুগছিলেন।দুই সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার মৃ;ত্যু হয় সাবালার।
তিন বছর আর্জেন্টিনা কোচের পদে ছিলেন সাবেলা। তার অধীনে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল খেলে।
জার্মানির কাছে ১–০ গোলে হেরে শি;রোপা অধরা থেকে যায় সাবেলার আর্জেন্টিনার। আর ওই ম্যাচের পর হ;তা;শায় কোচের পদ থেকে সরে দাঁ;ড়ান সাবালা।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৮৩-৮৪ সময়ে ৮টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তার কোচিংয়ে আর্জেন্টিনা ৪০টি ম্যাচ খেলে জিতেছে ২৫টি। ১০টি ড্র আর ৫টি হার।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন