সোনু ১০ কোটি রুপিতে সম্পত্তি বন্ধক রেখে দাড়ালেন গরিবদের পাশে

Dec 8, 2020 / 10:59pm
সোনু ১০ কোটি রুপিতে সম্পত্তি বন্ধক রেখে দাড়ালেন গরিবদের পাশে

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিজেকে যেন নতুন করে চিনিয়েছেন বলিউড তারকা সোনু সুদ। আটকেপড়া অভিবাসী, বন্যাদুর্গত মানুষ, করোনাযোদ্ধা ও অভাবী মানুষকে নিজের সাধ্যানুযায়ী সাহায্য করে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। এ ছাড়া নানাভাবে মানুষকে সহায়তা করছেন তিনি। ভারতবাসীর কাছে সোনু হয়ে উঠেছেন ‘রিয়েল লাইফ হিরো’।

এবার নতুন উদাহরণ সৃষ্টি করলেন সোনু সুদ। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, দরিদ্রদের সাহায্যার্থে নিজের সম্পত্তি বন্ধক দিয়ে ১০ কোটি রুপি ঋণ নিয়েছেন এ তারকা। এ জন্য তিনি মুম্বাইয়ের জুহুর ইসকন মন্দির সংলগ্ন এবি রোডে অবস্থিত ছয়টি ফ্ল্যাট ও দুটি দোকান বন্ধক দিয়েছেন।

সোনু সুদ তাঁর সম্পত্তি বন্ধকের চুক্তি করেন গত ১৫ সেপ্টেম্বর এবং রেজিস্ট্রেশন করেন ২৪ নভেম্বর। ওই আট সম্পত্তির মালিক সোনু সুদ ও তাঁর স্ত্রী সোনালি।

গত ৩০ জুলাই নিজের ৪৭তম জন্মদিনে অভিবাসী শ্রমিকদের উপহারস্বরূপ তিন লাখ চাকরির প্রস্তাব দেন সোনু সুদ। করোনা মহামারির এ সময়ে অভিবাসী শ্রমিকেরা যাতে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারেন, সে জন্য এ প্রস্তাব দিয়েছিলেন। এর আগে আটকেপড়া অভিবাসীদের বাড়ি পৌঁছাতে সাহায্য করেন সোনু।