১৯ বাংলাদেশি মাঝি ও জেলে ভারতের পেরাদ্বীপের কাছে উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বেশ কয়েকজন মাঝি-মাল্লাসহ কক্সবাজারের একটি মাছধরা ট্রলার গত ২৩ দিন ধরে নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ সমুদ্রে বিপর্যস্ত বাংলাদেশি নৌকা থেকে ১৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে।