ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া

শেষ পর্যন্ত সফরকারী ভারতের কাছে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে তারা জিতেছে ১২ রানের ব্যবধানে। প্রথম দুই ম্যাচে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া। এর আগে উল্টোটা ঘটেছে ওয়ানডে সিরিজে।
প্রথম দুই ম্যাচ অজিরা জিতলেও শেষ ম্যাচ জিতেছিল ভারত। তাই এই সিরিজের ফলাফলকে ওয়ানডে সিরিজের ‘ফটোকপি’ বলা যেতে পারে। শুধু দলটাই বদলেছে, ফলাফলের ব্যবধান তো একই আছে।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। রানের খাতা খেলার আগেই আউট হন ওপেনার অ্যারন ফিঞ্চ। তবে অপর প্রান্তে আরেক ওপেনার ম্যাথু ওয়েড ছিলেন অবিচল।
৫৩ বল মোকাবেলায় সাত বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ওয়েডের ৮০ এবং মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৩৬ বল মোকাবেলায় তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকান ম্যাক্সওয়েল।
এ ছাড়া দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ২৩ বলে ২৪ রান করেন স্টিভেন স্মিথ। ভারতের ওয়াশিংটন সুন্দর ৩৪ রানে শিকার করেন ২ উইকেট।
জবাবে শুরুটা ভাল হয়নি ভারতেরও। রানের খাতা খেলার আগেই আউট হন ওপেনার লোকেশ রাহুল। আরেক ওপেনার শিখর ধাওয়ান করেন ২৮ রান। তবে তিন নম্বরে ব্যাট হাতে নেমে অধিনায়ক বিরাট কোহলি খেলেছেন ৮৫ রানের ঝড়ো ইনিংস।
৬১ বল মোকাবেলায় চার বাউন্ডিারি ও তিন ওভার বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান কিং কোহলি। এছাড়া দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ২০ রান করেন সিরিজ সেরা নির্বাচিত হওয়া হার্দিক পান্ডিয়া।
শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৪ রানে থামে ভারতীয় ইনিংস। ৪ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ার মিচেল সুইপসন। এবার ৪ টেস্টের সিরিজ শুরু করবে দুই দল।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন