অস্ট্রেলিয়ার ভাবনা টেস্ট সিরিজ নিয়ে

গতকাল রোববার টানা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হে’রে’ছে অস্ট্রেলিয়া। তাই সিরিজও হা’ত’ছা’ড়া করেছে তারা। আগামীকাল মঙ্গলবার ভারতের বি’প’ক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি তাই অনেকটাই নি’য়মরক্ষার। তাই এখন অস্ট্রেলিয়ার সব ভাবনা টেস্ট সিরিজ নিয়ে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, কদিন বাদে টেস্ট সিরজ খলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল।
তবে চো’টে জ’র্জ’রি’ত অস্ট্রেলিয়া দল। ওপেনার ডেভিড ওয়ার্নার কুঁ’চ’কি’র চো’ট ভু’গ’ছেন। পেসার জোশ হ্যাজলউডের পি’ঠে ব্য’থা। স্পিনার অ্যাশটন আগারের পা’য়ে স’ম’স্যা। সীমিত ওভারের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পা’রে’ন’নি কো’ম’রে’র নি’চের স’ম’স্যা’য়। পেসার মিচেল স্টার্ক আবার ব্যক্তিগত কারণে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিজেকে স’রি’য়ে নিয়েছেন। অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস পেশির স’ম’স্যা’য় ভু’গ’ছে’ন।’
একদিকে গতকাল রুদ্ধশ্বাস ম্যাচে ব্যাট হাতে অসাধারণ একটি ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন হার্দিক পান্ডিয়া। ম্যাচে ভারত জিতেছে ছয় উইকেটে।
ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৯৪ রান করে। এর জবাবে ভারত চার উইকেট হা’রি’য়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন