নেতানিয়াহুকে ‘মি’থ্যু’ক’ বললেন সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মি’থ্যু’ক’ বললেন সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যপ্রাচ্য সফরে সৌদির বিলাসবহুল নিয়ম অবকাসকেন্দ্রে ক্রাউন প্রিন্ম মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার যে আলোচনা হয় বলে নেতানিয়াহু প্রচার করে বেড়াচ্ছেন, তাকে নি’র্জলা মি’থ্যা’চা’র বলছেন এ সৌদি যুবরাজ। খবর মিডলইস্ট মনিটরের।
মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
যুবরাজ ফয়সাল জোর দিয়ে বলেন, গত সপ্তাহে অবকাসকেন্দ্র নিওমে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর কোনো বৈঠকই হয়নি। এটি পুরোটাই গু’জ’ব।
কয়েকটি ইসরাইলি ও মার্কিন গণমাধ্যম নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে এ নিয়ে বি’ভ্রা’ন্তি’ক’র সংবাদ প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, সৌদির লোকজন নেতানিয়াহুর মতো দু’র্নী’তি’বা’জ ও মি’থ্যা’বা’দী’র কথা কখনও বি’শ্বাস কর’বে না। কারণ ইসরাইলি এ প্রধানমন্ত্রী নিজের দেশের আদালতেই ঘু’ষ-দু’র্নী’তির মা’ম’লা’য় হা’জিরা দিচ্ছেন।