শিয়ালের সঙ্গে ধা’ক্কা’য় প্রা’ণ গে’ল বৃ’দ্ধের

Dec 7, 2020 / 10:07pm
শিয়ালের সঙ্গে ধা’ক্কা’য় প্রা’ণ গে’ল বৃ’দ্ধের

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় স’ড়ক দু’র্ঘ’ট’নায় একজন নি’হ’ত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে আফাজিয়া বাজারের সন্নিকটে শাহজালাল মাদ্রাসার সামনের রাস্তায় মোটরসাইকেলের সঙ্গে শিয়ালের ধা’ক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী মো. জামাল উদ্দিন (৬০) নি’হ’ত হন।

নি’হ’ত জামাল উদ্দিন পৌরসভার ১নং ওয়ার্ডের মৃ’ত আলী আহমদের (সোনাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান) ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে জামাল উদ্দিন ও মো. হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে নলচিরা ঘাট থেকে ওসখালী শহরে আসার পথে পথিমধ্যে অ’ন্ধ’কারে শি’য়ালের গা’য়ে ধা’ক্কা খে’য়ে রাস্তায় লু’টি’য়ে পড়েন। আ’শ’ঙ্কা’জ’নক অবস্থায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি’য়ে গেলে ডাক্তার জামাল উদ্দিনকে মৃ’ত ঘো’ষণা করেন। হাসপাতালে ভর্তি আ’হ’ত মো. হাবিবুর রহমানের অবস্থাও আ’শ’ঙ্কা’জ’নক।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের দু’র্ঘ’ট’নার সত্যতা নিশ্চিত করেছেন।