ব্যতিক্রম লাক্স সুন্দরী মিম মানতাসা, তিনি হাঁটছেন ভিন্ন পথে

প্রকাশিত: ডিসে ৭, ২০২০ / ০৩:৫৩অপরাহ্ণ
ব্যতিক্রম লাক্স সুন্দরী মিম মানতাসা, তিনি হাঁটছেন ভিন্ন পথে

লাক্স সুন্দরীদের অনেকেই এরইমধ্যে সিনেমার কাজ নিয়ে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম মিম মানতাসা। তিনি হাঁটছেন ভিন্ন পথে।

বড় পর্দায় কাজ করার প্রস্তাব আসলেও তা প্রত্যাখ্যান করেছেন এই অভিনেত্রী। পুরোদস্তুর প্রস্তুত না হয়ে সেখানে পা রাখতে চান না এই গ্ল্যামারকন্যা। ছোট পর্দা ও ওয়েব প্ল্যাটফরমের কাজ দিয়ে আগে নিজেকে ঝালিয়ে নিতে চান তিনি। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ‘১০০ তে একশো’ শিরোনামের একটি নাটকে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

নাটকটি ডিসেম্বরের ১ তারিখ থেকে বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙাতে প্রচারিত হচ্ছে। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। এতে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেছেন মিম মানতাসা।

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম মানতাসা জানান, অসাধারণ। আমি কখনো ভাবিনি এতো সিনিয়র ও গুণী শিল্পীর সঙ্গে কাজের সুযোগ পাবো। তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তার সঙ্গে কাজ করতে গিয়ে খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। অনেক কিছু শিখতে পারছি। সামনে এই অভিজ্ঞতা কাজে লাগবে আশা করছি।

২০১৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় মিম মানতাসার। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশোনা করছেন। তার সমসাময়িক অনেকেই ইতোমধ্যে সিনেমায় নাম লিখিয়েছেন। কিন্তু তিনি অপেক্ষা করছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন