চীনে কয়লা খনি দু’র্ঘ’ট’না’য় ২৩ জ’নের মৃ’ত্যু

Dec 6, 2020 / 11:08pm
চীনে কয়লা খনি দু’র্ঘ’ট’না’য় ২৩ জ’নের মৃ’ত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরের একটি কয়লা খনিতে আ’ট’কে পড়া ২৩ শ্রমিকের মৃ’ত্যু হয়েছে। খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বে’ড়ে যাওয়ায় তা’দের মৃ’ত্যু হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে শনিবার এ খবর জানায় রয়টার্স। ওই অঞ্চলে দুই মাসে এটি দ্বিতীয় খনি দু’র্ঘ’ট’না।

ডিয়াওশুইডং কয়লা খনিতে গত শুক্রবার বিকেলে এ দু’র্ঘ’ট’না ঘ’টে। কার্বন মনোক্সাইড হঠা’ৎ বে’ড়ে গি’য়ে খনিতে আ’ট’কা প’ড়ে’ছিলেন ২৪ জন। পরে ৩০ ঘণ্টার বে’শি সময় ধরে অনুসন্ধানের পর জী’বিত একজনকে উ’দ্ধা’র করা হয় বলে জানিয়েছে সিনহুয়া। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

চীনে প্রায়ই মা’রা’ত্ব’ক কয়লা খনি দু’র্ঘ’ট’না’য় বহু শ্র’মিক মা’রা যায়। চংকিংয়ে গত সেপ্টেম্বরের শেষদিকেই আরেক খনি দু’র্ঘ’ট’না’য় নি’হ’ত হয়েছিলেন ১৬ শ্রমিক।