সাভারে বন্ধ হলো আরেকটি পোশাক কারখানা

সাভারে আরেকটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আর্থিক মন্দা, পর্যাপ্ত ক্রয়াদেশ না পাওয়াসহ বিভিন্ন কারণে গত তিন দিনে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় এ নিয়ে ছয়টি কারখানা বন্ধ হলো। এর মধ্যে চারটি অনির্দিষ্টকালের জন্য এবং অপর দুটি কারখানা লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বেকার হয়ে পড়েছে দুই হাজারের বেশি শ্রমিক। সর্বশেষ আজ শনিবার সকালে সাভারের রেডিও কলোনি এলাকায় অ্যারিস্টোক্র্যাট ফ্যাশনস প্রাইভেট লিমিটেড নামের কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিচালক শামীমুর রহমান জানিয়েছেন, ২০১৭ সালে ৪০০ জন শ্রমিক নিয়ে অ্যারিস্টোক্র্যাট ফ্যাশনস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় উৎপাদন শুরু করেন মিরপুরের ব্যবসায়ী আবুল হাসনাত।
করোনার মধ্যে ক্রয়াদেশ কমে যাওয়ায় বিপুল আর্থিক লোকসানের মুখে চলতি বছরের ২৮ জুলাই শ্রমিকদের বেতন পরিশোধের পর কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পরে দুই কোটি ১০ লাখ টাকায় ১ নভেম্বর কারখানাটির মেশিনারিজ উত্তরার ব্যবসায়ী হারুনুর রশিদের কাছে বিক্রি করে দেন আবুল হাসনাত। গত ১ নভেম্বর থেকে সাব-কনট্রাক্টে উৎপাদন শুরু করেন হারুনুর রশিদ।
চুক্তি অনুযায়ী, নভেম্বরে মূলধনী যন্ত্রপাতি বিক্রির টাকা উত্তোলন করতে গিয়ে আবুল হাসনাত জানতে পারেন, তাঁকে দেওয়া চেকের বিপরীতে হিসাবে কোনো অর্থ নেই।
এই টানাপোড়েনের মধ্যেই শ্রমিকদের এক মাস কাজ করিয়ে নতুন মালিক পালিয়ে গেলে সব চাপ এসে পড়ে পুরোনো মালিকের ওপর। পরে প্রতারণার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল হাসনাত।
এমন পরিস্থিতিতে শ্রমিক-কর্মচারীদের ক্ষোভের মুখে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানান শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিচালক শামীমুর রহমান।