বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ বিক্ষোভ করল ধোলাইপাড়ে

Dec 6, 2020 / 08:23pm
বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ বিক্ষোভ করল ধোলাইপাড়ে

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতকারী স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজধানীর ধোলাইপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ।

ধোলাইপাড় চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে জুড়াইন পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ সভাপতি ড. আলাউদ্দিন বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী বিএনপি-জামায়াতের ইন্ধনে কুষ্টিয়ায় এই ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের প্রতিটি জনগণের হৃদয়ের অবস্থান করছেন। ভাস্কর্যের বিরোধিতা করে জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না। মহান এ নেতার ভাস্কর্য নির্মাণেও কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি দেশের স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর সব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।