বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় ৪ জন আটক : স্বরাষ্ট্রমন্ত্রী

Dec 6, 2020 / 02:41pm
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় ৪ জন আটক : স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আটক ব্যক্তিরা হলেন আবু বকর, নাহিদ, আল আমিন ও ইউসুফ। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কুষ্টিয়ার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে। ঘটনার তদন্ত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, একজনের উসকানিমূলক বক্তব্যের পর এ ধরনের ঘটনা ঘটছে। তাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র : এনটিভি অনলাইন