মম ও পরীকে নায়িকা বানাচ্ছেন তৌকীর

Dec 6, 2020 / 01:18am
মম ও পরীকে নায়িকা বানাচ্ছেন তৌকীর

দেশের আলোচিত নির্মাতা তৌকীর আহমেদের পরবর্তী সিনেমার নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা জাকিয়া বারী মম ও পরী মণি। খুব দ্রুতই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।

আজ শনিবার সন্ধ্যায় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটির দাবি, এরই মধ্যে মম ও পরীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন পরিচালক।

চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। আর কয়েক দিনের মধ্যে মহরতের আয়োজন করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তৌকীর আহমেদ। এখনো সিনেমার নাম ঠিক হয়নি।

এ প্রসঙ্গে তৌকীর আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘এখনো যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই এ প্রসঙ্গে কথা না বাড়ানোই ভালো। ঘোষণা এলেই কথা হবে।’

এদিকে, জাকিয়া বারী মম এ সিনেমা প্রসঙ্গে বলেছেন, ‘তৌকীর ভাইয়ের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলা ভালো। আমি এ বিষয়ে পরে কথা বলব।’

নির্মাতা তৌকীর আহমেদ সবশেষ ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা পরিচালনা করেছেন, যেটি ২০১৯ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।