সজল-মিম ‘শহুরে বানর’!

প্রকাশিত: ডিসে ৬, ২০২০ / ০১:১৪পূর্বাহ্ণ
সজল-মিম ‘শহুরে বানর’!

‘শহুরে বানর’ শিরোনামে একটি নাটকে জুটি বেঁধেছেন আবদূন নূর সজল ও নাদিয়া আফরিন মিম। সাইফ উদ্দীন আজাদের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মামুন খান। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে নাটকের গল্প প্রসঙ্গে জানা গেছে, একটি নামিদামি কোম্পানিতে উচ্চপদে চাকরি করেও সন্তষ্ট নয় সজল। কারণ, গাড়ি-বাড়ি, টাকা-পয়সা থাকা সত্ত্বেও তার মনের মধ্যে শান্তি নেই। যে কোম্পানিতে সজল চাকরি করে, সেখানে এক মেয়ের সঙ্গে তার প্রেম।

একটা সময় সজল বুঝতে পারে, স্টারডম, ধন-সম্পত্তি চাইলেই করা যায়; কিন্তু মনের ইচ্ছে অনেক সময় চাইলেও পূরণ করা যায় না। তার ছোটবেলা থেকেই ইচ্ছে লেখক হওয়ার।

একটা সময় সে সবকিছু ছেড়ে দিয়ে তার মনের ইচ্ছেকে পূর্ণতা দিতে চায়। আর তাতেই অবাক প্রেমিকা ও তার পরিবার। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘শহুরে বানর’।

নির্মাতা মামুন খান বলেন, ‘আমি ভিন্ন স্বাদের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। যে কারণে দেশ, পরিবার আর সমাজের গল্পে নতুন এ কাজটি করলাম। মানুষ অনেকাংশে তার ইচ্ছের পূর্ণতার কাছে বন্দি। অনেক সময় চাইলেও সমাজের কারণে নিজেদের ইচ্ছেগুলো মাটিচাপা দিয়ে দিতে হয়। সে রকমই গল্পে আমার এই নাটক।’

সজল বলেন, ‘নাটকের গল্পটি চমৎকার। নামের সঙ্গে যথার্থ এক কাজ। মানুষ তার ইচ্ছের কাছে বন্দি—এমনই এক অসাধারণ গল্পে কাজটি করেছি। আমার সঙ্গে রয়েছেন মিম। দর্শক এ কাজটির মাধ্যমে সুন্দর একটি ম্যাসেজ পাবেন। আশা করি, সবার ভালো লাগবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, সরকার মিডিয়া প্রযোজিত নাটকটি আগামী ১৭ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন