ক্রেতার প্রাণ গেল দোকানির ঘুষিতে

Dec 6, 2020 / 01:12am
ক্রেতার প্রাণ গেল দোকানির ঘুষিতে

ঢাকার দোহার উপজেলায় দোকানি সালাম মুন্সির ঘু’ষিতে ক্রেতা ইউসূফ বেপারি (৫৭) নামে এক ব্যক্তির মৃ’ত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সালাম মুন্সি (৫৫) নামে একজনকে আ’টক করেছে।

নিহত ইউসূফ মুকসুদপুর গ্রামের ইউনূস বেপারির ছেলে। আটককৃত সালাম মুন্সি ওই এলাকার বিশাই শেখের ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার বিকাল ৩টার দিকে ইউসূফ গ্যাস সিলিন্ডার কিনতে যান সালাম মুন্সির দোকানে। এ সময় পূর্বের ৬শ’ টাকা বকেয়া দাবি করেন সালাম মুন্সি। এ নিয়ে কথাকাটাকাটি হয় দু’জনের মধ্যে।

একপর্যায়ে সালাম মুন্সি রেগে গিয়ে ইউসূফ বেপারিকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটে পড়েন। স্বজনরা ইউসূফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এ ঘটনায় ওই স্থান থেকে সালামকে গ্রেফতার করেছে।

দোহার থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লা’শের সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আট’ককৃত সালাম শেখকে জিজ্ঞাসাবাদ করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান।