আ’লীগ নেতাকে পে’টা’ল বাস ড্রাইভার

গাজীপুর মহানগরীর পূবাইলে আওয়ামী লীগ নেতা আমজাদ মোল্লাকে পে’টা’নো ও গাড়ি ভাং’চু’রে’র অ’ভি’যো’গ উঠেছে এনা পরিবহনের এক চালকের বি’রু’দ্ধে।
শনিবার বিকাল ৫টার দিকে পূবাইল মেট্রোপলিটন থানার মিরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী এনার একটি যাত্রীবাহী বাস পূবাইলের মিরেরবাজার এলাকায় আসে। এ সময় ওই নেতার প্রাইভেটকার সাইড চাইলে উল্টো প্র’তি’ব’ন্ধ’ক’তা সৃ’ষ্টি করে। ক’থা’কা’টা’কা’টি’র একপর্যায়ে এনার চালক গাড়িতে থাকা লা’ঠি নিয়ে আমজাদ মোল্লার ও’পর চ’ড়া’ও হয়।
আমজাদ মোল্লার গাড়িতে থাকা তার দুই মেয়ের সামনেই তাকে লা’ঞ্ছি’ত করে প্রাইভেটকার ভাং’চু’র চা’লা’য়। তার ডাক-চিৎকারে লোকজন জ’ড়ো হতে থাকলে এনার বাসচালক পা’লি’য়ে যায়। এ সময় আমজাদ মোল্লা আ’হ’ত হন।
এনার যাত্রী শুভ জানান, এনার চালক বে’তে’র মো’টা লা’ঠি নিয়ে ওই প্রাইভেটকার মালিককে মা’র’ধর করেছে। এরপর ঘটনা অনেকদূর এগিয়েছে।
পূবাইল থানার এসআই দিদার জানান, খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বাসটি আ’ট’ক করে থানায় আনা হয়েছে। চালক প’লা’ত’ক রয়েছে।