মৃত্যুর পর যা করতে বললেন স্বস্তিকা!

Dec 5, 2020 / 02:51pm
মৃত্যুর পর যা করতে বললেন স্বস্তিকা!

পশ্চিমবঙ্গের গুণী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। খোলামেলা সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য আলোচিত। বহুবার বিতর্কিতও হয়েছেন তিনি। নতুন করে আবারও একই কারণে বিতর্কিত হলেন টালিউডের অন্যতম গুণী এই অভিনেত্রী।

করোনা পরিস্তিতির ভাটা কাটিয়য় অভিনয় ক্যারিয়ারে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন স্বস্তিকা ।

দীর্ঘ বিরতির পর ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম হইচই-এর পরবর্তী প্রজেক্ট ‘মোহ মায়া’-তে দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি।

এ দিকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে আনুষ্ঠানিকভাবে ভক্তদের বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, আরো এক নারী , তার কাহিনি, তার জীবন আর আমি।, হইচইয়ে আমার পরবতী কাজ মোহ মায়া।

পাশাপাশি সিভিএফ- এর কর্তা মেহেন্দ্র সোনিকে ট্যাগ করে মৃত্যুর পরবর্তী ইচ্ছার কথা জানিয়ে স্বস্তিকা লেখেন, আর কিছু না হোক আমি মরে গেলে তোমরা আমার রেট্রোস্পেক্টিভটা করে দিও। প্রচুর বৈচিত্র! অন্য কারো এতটা হবে না মনে হয়।

উল্লেখ্য, ভারতীয় বাংলা সিনেমার পাশাপাশি এখন বলিউডেও দেখা যাচ্ছে স্বস্তিকাকে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ দিল বেচারা’ সিনেমার গুরুত্পূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া আমাজন প্রাইমের ‘পাতাল লোক’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী।