একদিনেই ২৭শ’ মার্কিনির মৃত্যু, শনাক্তের রেকর্ড

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিনিয়তই হু হু করে বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্ত। দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি। শুক্রবারের চেয়ে আজ শনিবার (৫ ডিসেম্বর) কম মৃত্যু হলেও বেড়েছে শনাক্ত। অন্যদিকে, সুস্থতার সংখ্যা বাড়লেও আক্রান্তের হারে তা অনেক কম।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৮ মার্কিনির প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৫৫০ এ ঠেকেছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৭২ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে।
অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯৭ হাজারের বেশি ভুক্তভোগী । এতে করে সুস্থতার সংখ্যা ৮৬ লাখ ৫৮ হাজার ৮৮২ জনে পৌঁছেছে।
চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন।
দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’