মালয়েশিয়ায় পিলার পড়ে বাংলাদেশি প্রবাসী শ্রমিকের করুন মৃ”ত্যু

প্রকাশিত: ডিসে ৫, ২০২০ / ১২:০৭অপরাহ্ণ
মালয়েশিয়ায় পিলার পড়ে বাংলাদেশি প্রবাসী শ্রমিকের করুন মৃ”ত্যু

স্থানীয় সময় শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিম্পাং আমপাট এলাকার ভালদোর শিল্পাঞ্চলে একটি কারখানা নির্মাণস্থলে একটি কংক্রিটের স্তম্ভ ধসে এক বাংলাদেশি চুক্তিভিত্তিক শ্রমিক নিহত হয়েছেন। সেইসঙ্গে তার ইন্দোনেশিয়ান এক সহকর্মী আ’হত হয়েছেন।

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন অফিসার নাজিব হাশিম জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে এই দু’র্ঘ’ট’নার খবর তাদের কাছে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা আহত ইন্দোনেশিয়ার নাগরিককে জীবিত উদ্ধার করতে পারলেও বাংলাদেশি শরিফুল ইসলাম ঘটনাস্থলেই মা’রা যায়।

পরে দমকলবাহিনী এসে ৩০ মিনিট চেষ্টার পর কংক্রিটের পিলার সরিয়ে ধ্বং’সস্তূ’পের ভেতর থেকে লা’শ বের করে। নি”হ’ত শরিফুল ইসলামের লা”শ উ’দ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৯ নভেম্বর) একই রাজ্যের বন্দর কাসিয়া এলাকার একটি বেসরকারি কলেজের লবি সংস্কারের কাজ করা অবস্থায় হঠাৎ কংক্রিটের দেয়াল ধ’সে চা’পা পড়ে মোশাক (৪২) ও আবদুল মান্নান (৪০) নামে দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিক গু’রুতর আ’হত হন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন