লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে পি’টি’য়ে পা’লা’ল চার যুবক

Dec 4, 2020 / 11:19pm
লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে পি’টি’য়ে পা’লা’ল চার যুবক

লক্ষ্মীপুরে নাসিরুজ্জামান রাহাত নামে এক ছাত্রদল নেতাকে চার যুবক এ’লো’পা’তা’ড়ি পি’টি’য়ে জ’খ’ম করেছে। তবে ওই চার যুবককে চিনতে পারেনি আহত ছাত্রদল নেতা ও প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের তৃপ্তি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

রাহাত লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাঞ্চানগর গ্রামের ফিরোজ হোসেন বাবুলের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহাত জানান, ঘটনাস্থলে এক বন্ধুর সঙ্গে তিনি দাঁড়িয়েছিলেন। হঠাৎ অপরিচিত ওই চার যুবক তার ওপর হা’ম’লা চালায়। একপর্যায়ে প্রাণের ভয়ে তিনি সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের বাসায় ঢুকে পড়ে। সেখানে গিয়েও রাহাতকে জিয়াই পাইপ দিয়ে এলোপাতাড়ি পি’টি’য়ে আ’হ’ত করে। এতে রাহাতের মা’থা পে’টে র’ক্তা’ক্ত জ’খ’ম হয়। পরে ওই চার যুবক পা’লি’য়ে যায়। ঘটনাস্থল থেকে আ’হ’ত অবস্থায় রাহাতকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন হাসপাতালে রাহাতকে দেখতে যান। তারাও রাহাতের ওপর হা’ম’লা’কা’রী’দের নাম সুনির্দিষ্টভাবে বলতে পারেনি।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।