মরিয়া আশরাফুলের ১; ঢাকার মধুর প্র’তি’শো’ধ

Dec 4, 2020 / 09:38pm
মরিয়া আশরাফুলের ১; ঢাকার মধুর প্র’তি’শো’ধ

মিনিস্টার রাজশাহীর কাছে প্রথম ম্যাচেই ২ রানে হেরে গিয়েছিল মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। অন্যদিকে কাগজে কলমে দুর্বল হলে নাজমুল হোসেন শান্তর দল বেশ ভালো পারফর্মেন্সই দেখিয়ে যাচ্ছে।

আজ মুশফিকদের সঙ্গে তারা আর পারেনি। হেরে গেছে ২৫ রানে। জাতীয় দলে ফেরার জন্য মরিয়া চেষ্টা করতে থাকা মোহাম্মদ আশরাফুল আউট হয়েছেন ১ রানে। ঝড়ো ফিফটি করে ম্যাচসেরা হয়েছেন ঢাকার ইয়াসির আলী।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে বেক্সিমকো ঢাকা। ওপেনিং খুবই বাজে হয়েছে। দলীয় ৩ রানেই আউট হয়েছেন নাঈম হাসান (১)। আরেক ওপেনার মোহাম্মদ নাঈমও ৯ রানের বেশি করতে পারেননি।

মিডল অর্ডারে ইয়াসির আলী উপহার দেন ৩৯ বলে ৯ চার ১ ছক্কায় ৬৭ রানের ঝড়ো ইনিংস। আকবর আলী করেন ২৩ বলে অপরাজিত ৪৫* রান। অধিনায়ক মুশফিকের অবদান ২৯ বলে ৩৭। এভাবেই চলতি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ে ঢাকা। ২ উইকেট নেন মুকিদুল।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন রাজশাহী অধিনায়ক শান্ত (৫)। অপর ওপেনার আনিসুল ইসলাম ইমন করেন ৬ রান। তিনে নেমে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন রনি তালুকদার। চারে নামা আশরাফুল ৮ বলে ১ রান করে ফিরেন।

মিডল অর্ডারের ফজলে মাহমুদ ৪০ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। এরপর আর কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ১৯.১ ওভারে রাজশাহী অল-আউট হয় ১৫০ রানে। মুক্তার আলী নেন ৪ উইকেট, শফিকুল ৩টি।