যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি মৃ’ত্যু’র রেকর্ড

প্রা’ণ’ঘাতী ক’রো’না ভা’ই’রা’সে’র কারণে ফের সঙ্কটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বুধবার দেশটিতে একদিনের হিসেবে সবচেয়ে বেশি তিন হাজার মানুষের মৃ’ত্যু হয়েছে। এছাড়া হাসপাতালগুলোতেও সং’ক্র’মি’ত রো’গী’দে’র উপচে পড়া ভি’ড়। এতে হি’ম’শি’ম খেতে হচ্ছে চিকিৎসকসহ স্বাস্থ্যখাতে জ’ড়ি’ত থাকা সবাইকে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এদিন যুক্তরাষ্ট্রের নতুন করে ক’রো’না’য় প্রা’ণ হারিয়েছেন ৩ হাজার ১৫৭ জন। এর আগে দৈনিক সর্বোচ্চ মৃ’ত্যু ছিল প্রা’দু’র্ভা’বে’র শুরুতে গত ১৫ এপ্রিলে ২ হাজার ৬০৭ জন।
এছাড়া বুধবার ক’রো’না’য় সবচেয়ে ক্ষ’তি’গ্র’স্ত দেশটিতে দুই ল’ক্ষা’ধি’ক মানুষের দে’হে ক’রো’না’র অস্তিত্ব শ’না’ক্ত করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে একদিনে দুই লাখের বেশি মানুষ কো’ভি’ড-১৯ আ’ক্রা’ন্ত হলেন।
এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৭২৮ আমেরিকানের দে’হে সং’ক্র’ম’ণ ছ’ড়ি’য়ে’ছে ম’হা’মা’রি ক’রো’না। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মোট সং’ক্র’ম’ণ ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে যাবে বলেই ধা’র’ণা করা হচ্ছে।