ফাঁ’দে ফেলে নারীদের অর্থ হা’তি’য়ে নেওয়াই তার কাজ!

প্রকাশিত: ডিসে ৪, ২০২০ / ১২:১৩পূর্বাহ্ণ
ফাঁ’দে ফেলে নারীদের অর্থ হা’তি’য়ে নেওয়াই তার কাজ!

বরিশালের আগৈলঝাড়ায় প’র’কি’য়া প্রে’মিকার বাড়িতে রা’ত্রি’যা’প’ন’কা’লে প্রেমিককে আ’ট’ক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এই ঘ’টনা ঘটে। আ’ট’কে’র পর বে’র হয়ে এসেছে আ’স’ল ত’থ্য। তার দ্বিতীয় স্ত্রী জানিয়েছেন, প্র’তা’র’ণা’র ফাঁ’দে ফে’লে নারীদের স’র্ব’না’শ করে অর্থ হা’তি’য়ে নে’ও’য়াই তার কাজ।

এদিকে, থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অশোকসেন গ্রামের প’র’কি’য়া প্রে’মিকার বাড়িতে মঙ্গলবার রাতে রা’ত্রি’যা’পন করে বরিশালের বিমানবন্দর থানা এলাকার রহমতপুর গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে আবুল বাশার তারেক (৩৮)। ওই প্রেমিকার সঙ্গে ঘরে এক বিছনায় রা’ত্রি’যা’প’ন করার সময় এলাকাবাসী আগৈলঝাড়া থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের এসআই মিজান প্রেমিক আবুল বাশার তারেককে আ’ট’ক করে থানায় নিয়ে যান।

আবুল বাশার তারেক একাধিক বিয়ে করেছেন। প্র’তা’র’ণা’র ফাঁ’দে ফেলে নারীদের স’র্ব’না’শ করে অর্থ হা’তি’য়ে নেওয়াই তার কাজ। এমনটাই জানিয়েছে তারেকের দ্বিতীয় স্ত্রী (দ্বিতীয় স্ত্রী নাম প্র’কা’শ না করার শ’র্তে এই কথা বলেন)। তারেকের দ্বিতীয় স্ত্রী উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি তারেকের বি’রু’দ্ধে বরিশাল বিমানবন্দর থানায় যৌ’তু’ক ও নারী নি’র্যা’ত’নে’র মা’ম’লা করেছেন।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, তারেককে ছে’ড়ে দেওয়া হয়েছে। মেয়েকে (প্রেমিকাকে) বিয়ে করবে, এমন শর্তে তাকে ছে’ড়ে দেওয়া হয় বলে জানান মো. মাজাহারুল ইসলাম।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন